|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে ডি এইচ ফাউন্ডেশন এর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২২
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রিজের পূর্ব পার্শ্বে অসহায় দরিদ্রের
মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেছে ডিএইচ ফাউন্ডেশন। উত্তর নাওয়া বস গ্রামের অসহায় দরিদ্র নদী ভাঙ্গন ও প্রতিবন্ধী ১০০ পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করেন।
বিতরকালে ডিএইচ ফাউন্ডেশন আর্তমানবতার সেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটা সেবা মুলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা তাদের কস্টার্জিত অর্থ মানব কল্যাণে ব্যয় করছেন। দরিদ্রদের সেবায় আগামীতেও ডিএইচ ফাউন্ডেশন তার কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী। প্রতিটি পরিবারকে দেয়া হয়েছে দশ কেজি চাউল এছাড়াও নানা প্রাকৃতিক দুর্যোগে চাউল ডাল তেল শুকনো খাবারসহ টাকা প্রদান করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.