|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ অক্টোবর, ২০২২
সময়ের অঙ্গিকার,কন্যা শিশুর অধিকার এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পালাখাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান।
এসময় বাল্যবিবাহ প্রতিরোধ,ইভটিজিং,মাদক,কন্যা শিশুদের বঞ্চনা-লাঞ্চনা প্রতিহত সহ নানান বিষয়ে আলোচনা করা করেন বক্তারা। কন্যা শিশুদের এসব লাঞ্চনা ও বঞ্চনা থেকে শিশুদের বিভিন্ন বিষয়ে সচেতন করতে হলে দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তন করার আহ্বান জানান তারা।
এসময় পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটয়ারী,সাংবাদিক মো. মাসুদ রানা,কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর চামেলী আক্তার, শিক্ষক মোহাম্মদ ইমাম হাসানসহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.