|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লাকসামের গৃহবধু সিমার আত্মহত্যা, স্বামী পলাতক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২২
লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের নাগঝাটিয়া গ্রামের সোহরাব মিয়ার মেয়ে সীমা আক্তার (২০) মৃতদেহ উদ্ধার করেছেন লাকসাম থানা পুলিশ।
জানাযায়, বুধবার সকাল অনুমান ১১ ঘটিকার সময় উপজেলার নাগঝাটিয়া গ্রামেরই মোঃ আবদুল জলিলের ছেলে প্রবাসী রাসেল মিয়া প্রকাশ (কালি হানক) এর সাথে বছর দুয়েক আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
স্বামীর সাথে ঝগড়াঝাটির করে বিষপান করে আত্মহত্যা করেছে বলে কেউ কেউ জানালেও মেয়ের পক্ষ বলছে স্বামী খাবারের সাথে বিষ জাতীয় কিছু খাইয়ে দেওয়াতে সীমার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানাযায়, নাগঝাটিয়া গ্রামের আবদুল জলিল দুবাই প্রবাসী, দুবাইতে থাকাকালীন সে ওইখানে একটি বিয়ে করেন, এই খবর স্ত্রী সীমা আক্তার জানতে পারলে তাদের মধ্যে শুরু হয় ঝগড়া এরই সূত্রে আজকের এই ঘটনা।
পরে লাকসাম থানা পুলিশকে খবর দিলে লাকসাম থানার এসআই ওমর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার পর থেকেই স্বামী রাসেল মিয়া প্রকাশ কালি হানক পলাতক রয়েছে।
এইদিকে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের ময়না তদন্ত শেষে বলা যাবে ঘটনার মূল রহস্য।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.