|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিশ্বকাপের কারণে ২০০ মিলিয়ন ক্ষতিপূরণ পাবে ফুটবল ক্লাব-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২২
আসন্ন কাতার বিশ্বকাপে বিশ্বের শীর্ষ ক্লাবগুলো তাদের নিজ নিজ খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছে। আর সে কারণে ফিফা ক্ষতিপূরণ হিসেবে ক্লাবগুলোকে ২০৯ মিলিয়ন ডলার দিবে বলে ঘোষণা দিয়েছে।
আজ বুধবার এক বিবৃবিতে এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।
এর আগেও রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ক্লাবগুলোকে সমপরিমাণ ক্ষতিপূরণ দিয়েছিল ফিফা।
টুর্নামেন্ট চলাকালীন জাতীয় দলে খেলা ক্লাবগুলোর প্রতিটি খেলোয়াড়দের জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার ডলার করে দেয়া হবে। এর মধ্যে প্রস্তুতির সময়ও অন্তর্ভূক্ত করা হয়েছে।
এই ক্ষতিপূরণ ওইসমস্ত ক্লাবগুলোই পাবে যাদের খেলোয়াড়রা বিশ্বকাপের অন্তত দুই বছর আগে থেকে জাতীয় দলে খেলছে।
শক্তিশালী ইউরোপীয়ান ক্লাব এসোসিয়েশনের সাথে চুক্তির অংশ হিসেবে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে খেলোয়াড় প্রতি ক্লাবগুলোকে এই ক্ষতিপূরণ দিয়ে আসছে ফিফা।
প্রসঙ্গত, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ৬৩টি জাতীয় ফেডারেশনের ৪১৬টি ক্লাব ফিফার দেয়া ক্ষতিপূরণ পেয়েছিল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.