|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির মতবিনিময় সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২২
ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচা বাগিচা রেস্তোরাঁয় টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানী মিডিয়া কিওডোর বাংলাদেশ প্রতিনিধি ও বৃহত্তর ফরিদপুর সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি সৈয়দ আহমেদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি এশিয়ান এজ এর বিশেষ প্রতিনিধি ও বৃহত্তর ফরিদপুর সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক পিআর বিশ্বাস। আলোচক হিসেবে অংশ নেন হোপ মাল্টিমিডিয়ার নির্বাহী পরিচালক ও এসডিজি বিশেষজ্ঞ সন্তু সাহা এবং কানাডা প্রবাসী শিল্পী ও উন্নয়ন কর্মী লায়লা শারমিন দীনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দি ফিনানশিয়াল এক্সপ্রেসের সিনিয়র সাব এডিটর দুলাল হোসেন।
সন্তু সাহা এমডিজি থেকে এসডিজি নির্ধারণের প্রেক্ষাপট তুলে ধরে এসডিজির ১৭টি পয়েন্টের উপর আলোচনা করেন। তিনি বলেন মানুষ হয়তো ভাবতে পারে জাতি সংঘ ঘোষিত এ কর্মসূচিতে জনগণের আবার কী ভূমিকা থাকবে? আসলে এসডিজি বাস্তবায়ন জাতি সংঘ বা সরকারের একার কোনো বিষয় নয়। এর জন্য সকলের সম্পৃক্ততা প্রয়োজন।
এ পর্যায়ে মতবিনিময়ে অংশ নেন অসীম সরকার, শিব শংকর মোদক, শহিদুজ্জামান বাদল,আতাউর রহমান, সঞ্জিত দে, শাহেদ খান, আল আমিন, মোহাম্মদ আনিসুজ্জামান, আমির হোসেন, মারজিয়া লিজা প্রমুখ।
মধ্যাহ্ন ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উল্লেখ্য ৩৫ জন সাংবাদিক এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.