|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২২
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে গ্রামগঞ্জে
বর্জ্য ব্যবস্থাপনায় দেশের বৈপ্লবিক পরিবর্তন আসবে ইনশাল্লাহ।
গতকাল বনানীতে হোটেল শেরাটনে এফবিসিসিআই আয়োজিত ১ সেমিনারের আয়োজন করা হয়েছে উক্ত প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়,
উক্ত সেমিনারে মন্ত্রী এক বক্তব্য বলেন আমাদের টেকসই প্লাস্টিক বর্জ্য নীতিমালা সক্রিযকরন কলতে হবে
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় দেশে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
মানুষের আয় বাড়ার সাথে সাথে ভোগ বেড়েছে। যার ফলে আগের তুলনায় অধিক পরিমাণে ময়লাআবর্জনা উৎপন্ন হচ্ছে।
আর এসব বর্জ্য শুধু শহরে নয় বরং গ্রামগঞ্জেও উৎপন্ন হচ্ছে। আগের তুলনায় অধিক মাত্রায় বর্জ্য উৎপন্ন হওয়ায় সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশে উৎপন্ন সকল ধরনের বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকাসহ কয়েকটি সিটি কর্পোরেশনে কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।
আশা করছি খুব শিগগিরই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আর এই প্রক্রিয়া শুরু হলে দেশে বর্জ্য সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব হবে ইনশাআল্লাহ।
আজ শনিবার, রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এফবিসিসিআই আয়োজিত 'টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য নীতিমালা সক্রিকরণ'
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.