|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুনতাজ হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার ভোরে সীমান্তের ভারতীয় অংশে নিহতের লাশ পড়ে থাকতে দেখেছে স্থানীয় বাংলাদেশিরা।
নিহত মুনতাজ হোসেন বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম জানান, রাতে অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যায় মুনতাজ হোসেন।
সকালে স্থানীয় বাংলাদেশিরা সীমান্ত এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। সকালে বিএসএফ নিহতের লাশ সীমান্তে ভিতরে নিয়ে গেছে বলে জানায় স্থানীয়রা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, ‘গুলি করে হত্যার বিষয়টি আমরাও শুনেছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.