মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে লৌহজং থেকে সদস্য পদপ্রার্থী আলমগীর কবির খান
আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা প্রার্থীরা যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। ১৭ অক্টোবর ২০২২ জেলা পরিষদ নির্বাচনের দিন। তাই ভোটারদের কাছে ভোট চাইতে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। তেমনি জেলা পরিষদ৩নং ওয়ার্ডে ( লৌহজং) থেকে১জন সদস্য হবেন জেলা পরিষদের সদস্য এ উপজেলায় সদস্য প্রার্থী রয়েছে ৩জন।
,সে লক্ষ্যেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন লৌহজং উপজেলা যুবলীগের সভাপতি আওয়ামী পরিবারের সন্তান আলমগীর কবির খান।পূর্ব থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।এবার তিনি হয়েছেন জেলা পরিষদের ৩নংওয়ার্ড (লৌহজং) উপজেলা থেকে সদস্য পদপ্রার্থী এ নির্বাচনে তার প্রতীক হচ্ছে তালা।
আলমগীর কবির খান বলেন , মুন্সীগঞ্জ জেলার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১টি উপজেলা হচ্ছে (লৌহজং)আমি পূর্ব থেকে ই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছি আমার উপজেলায়, তাই এবার আমি প্রার্থী হয়েছি জেলা পরিষদের ৩নং ওয়ার্ডে লৌহজং উপজেলা নিয়ে, জেলা পরিষদের নির্বাচিত হয়ে আমি এই উপজেলার উন্নয়নের অংশীদার হতে চাই,তাই ১৭অক্টোবর আমার নির্বাচনী প্রতিক তালা মার্কায় ভোটারদের কাছ থেকে আমি ভোট প্রার্থনা করছি।