|| ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রায় সবজায়গায় বেড়েছে ছোঁয়াচে রোগ‘চোখ উঠা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২২
প্রায় সব এলাকায় হঠাৎ করে বেড়ে গেছে চোখ উঠা বা কনজাংটিভাইটিস রোগী। প্রতিবছর গ্রীষ্মে এ ভাইরাসজনিত ছোঁয়াচে রোগের দেখা মিললেও এবার শরতে বেড়েছে এর প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে প্রতিদিন রোগী আসছেন চিকিৎসা নিতে।
চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, কারো চোখে তাকালেই চোখ উঠা রোগ হয় না। তবে এ রোগ ছোঁয়াচে, এটির জন্য অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করতে হবে। এছাড়া আক্রান্ত ব্যক্তির কোনো কিছু না ছোঁয়া ও তাদের ব্যবহারের জিনিস আলাদা করতে হবে। তবে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো নেই, তারা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, চোখ উঠাকে কনজাংটিভাইটিস বা রেড অথবা পিংক আই বলে। অর্থাৎ কনজাংটিভা নামক চোখের পর্দায় প্রদাহ হলে তাকে চোখ উঠা রোগ বলা হয়। চোখ উঠার মূল কারণ ভাইরাসজনিত এবং এটি অতিমাত্রায় ছোঁয়াচে। আক্রান্ত কারও চোখে তাকালেই কারোর চোখ উঠে না। কারও কারও চোখ ওঠা হয়তো তিনদিনে ভালো হয়ে যায়। আবার অনেকের তিন সপ্তাহও লাগতে পারে। সেটা নির্ভর করে কাকে কোন ধরনের ভাইরাস আক্রান্ত করেছে এবং সেই রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন তার ওপর।
এই রোগটি এখন সারা দেশে দেখা যাচ্ছে । আতঙ্ক বা দুশ্চিন্তার কিছু নেই। এটা এক সময় কমে আসবে। যারা আক্রান্ত হয়েছে তারা একটু সচেতন থাকলেই রোগ থেকে সেরে উঠবেন বলে জানান চিকিৎসকরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.