|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রামু নারিকেল বাগানের হর্টিকালচার কার্যক্রম পরিদর্শন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২২
এশিয়া মহাদেশের বৃহত্তম রামু আইসোলেটেড নারিকেল বাগানের হর্টিকালচার কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সায়েদুল ইসলাম,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব সাবিহা পারভীন এবং ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো: বেনজীর আলমসহ উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
বৃহস্পতিবার ৬ অক্টোবর দুপুর ১টার দিকে তাঁরা রামু নারিকেল বাগানের হর্টিকালচার সেন্টার কার্যক্রম পরিদর্শনে আসেন। এরপর বাগান ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
শেষে সচিব মো: সায়েদুল ইসলাম চিয়াংমাই জাতের আম চারা এবং মহাপরিচালক মো: বেনজীর আলম মিয়াজাকি জাতের আমের চারা রোপন করে নারিকেল বাগান ত্যাগ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মোফাজ্জল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ’ প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক কবির হোসেন, রামু নারিকেল বাগানের দায়িত্বগত উপ-পরিচালক রাশেদ হাসনাত, রামু উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.