|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
যশোর জেলা পরিষদ নির্বাচনে মশ্বিমনগর ইউনিয়নের মেম্বারদের সাথে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২২
আগামী যশোর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান পিকুল (ঘোড়া প্রতীক) প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে তিনি মণিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটারদের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সাইফুজ্জামান পিকুল প্রতিনিয়তই ভোটারদের কাছে ছুটছেন। জানাগেছে, তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে মণিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আবুল হোসেন সহ মেম্বার দের সাথে মতবিনিময় করেছেন। এ সময় জেলার উন্নয়নের স্বার্থে তিনি ঘোড়া প্রতীকে ভোট আহবান করেছেন। এসময় এলাকায় নির্বাচনী প্রচারণাকালে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন। জয়ের ব্যাপারে সাইফুজ্জামান পিকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদ নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জন প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছি। অনেক ভাল সাড়া পাচ্ছি। আগামী ১৭ অক্টোবরের নির্বাচনে আশা করি অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করবো। নির্বাচিত হলে রাস্তাঘাটসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.