|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এমপি বাবু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২২
খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু খুলনার পাইকগাছায় ৫জন অসুস্থ ত্যাগী নেতাকর্মী, দুস্থ ও অসহায় বিভিন্ন উপকার ভোগীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরন করেছেন। বৃহস্পতিবার(৬অক্টোবর) বিকাল ৫টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতারণ করা হয়।এ সময় তিনি বলেন,বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিন দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস- চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,সাঈদ আলী মোড়ল কালাই,আজিজুল হাকিম,আকরামুল ইসলাম, শাহাবুদ্দিন শাহিন,গৌতম রায়,মাহবুবুর রহমান নয়ন ও চেক প্রাপ্ত সুবিধাভোগীরা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.