|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শিক্ষানুরাগী লায়ন মুজিবুর রহমান এঁর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২২
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা-৩১৫, বি-১, বাংলাদেশ এর প্রয়াত জেলা গভর্ণর, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ কৃষক লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব লায়ন মো. মুজিবুর রহমান এঁর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৫ অক্টোবর) দুপুরে মরহুমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সুতী ইউনিয়নের নোয়াগাঁও লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে ও নিজ বাসভবনের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এনামুল হক, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ এনামুল হক (আবু বাক্কার), রামদী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আলাল উদ্দিন, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এম আজিজ উল্ল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মাষ্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম, ছয়সূতী ইউনিয়ন বিএনপি'র সভাপতি ছালাহ উদ্দিন মুর্শেদ বাবুল নিজামী, উপজেলা যুবলীগের সাবেক আহব্বায়ক মো. এমরান মিয়া ও সাবেক আহবান গোলাম কিবরিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় তিন সহস্রাধিক জনতা।
মরহুমের প্রাণের সংগঠন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা-৩১৫, বি-১, বাংলাদেশ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা গভর্ণর লায়ন শরীফ আলী খাঁন, ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন লূৎফর রহমান, ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন আশরাফ এইচ খান হীরা, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন মজিবুল হক চুন্নু, লায়ন মিয়া মো. মুরাদ উজ্জামান, লায়ন শফিকুল আজম ভূইয়া সোয়েব ও ক্যাবিনেট ট্রেজারার খন্দকার মাজহারুল হক শাহজাহান, ভৈরব সেন্ট্রাল গার্ডেন এর সাবেক ট্রেজারার লায়ন মুহাম্মদ কাইসার হামিদ সহ লায়ন্স নেতৃবৃন্দ।
এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন মরহুমের ছোট ভাই ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সদস্য লায়ন মশিউর আহমেদ।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন, কুলিয়ারচর জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খাঁন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.