|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মতলবের কলাদী হরিসভা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২২
চাঁদপুর জেলার মতলব দক্ষিনে কলাদী গোপাল বিশ্বাম্বর (হরিসভা) মন্দিরে
শারদীয় দুর্গাপূজা পূজা উপলক্ষে শতাধিক অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয় ।
৪ অক্টোবর বিকাল ৫টার সময় হরিসভা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি সৈকত সাহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অপু সাহার সঞ্চালনায় বস্ত্র বিতরণ করেন কলাদী হরিসভা মন্দিরের সভাপতি পিতোষ সাহা । এ সময় তিনি বলেন সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা এই পূজা উপলক্ষে আমরা অসহায় দরিদ্র পরিবারদের হাতে বস্ত্র তুলে দিতে পেরে আমরা আনন্দিত এ প্রচেষ্টা আমাদের চলমান থাকবে ।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, সহ সভাপতি আশিষ সরকার, বলাই সাহা,প্রবাসী গৌরনিতাই সংঘের সভাপতি সুদর্শন দাস, সাধারন সম্পাদক উৎপল চন্দ, রাম বিশ্বাষ, সত্যজিত সাহা, সিমান্ত সাহাসহ কমিটির সকল সদস্য ও শত শত ভক্তবৃন্দরা।
এ সময় সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন হরিসভা মন্দির দুর্গাপূজা কমিটির সভাপতি সৈকত সাহা ও সাধারণ সম্পাদক অপু সাহা ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.