|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারীর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২২
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচেছ চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় মোবাইল ফোন প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারনা করছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। তিনি ৫ অক্টোবর বুধবার দিনভর উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন ও গোহট দক্ষিণ ইউনিয়ন, গোহট উত্তর ইউনিয়ন, কড়ইয়া ইউনিয়ন, কচুয়া পৌরসভার চেয়ারম্যান ও সদস্যদের সাথে মোবাইল ফোন প্রতীকে ভোট চেয়ে মতিবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, আমি ৫০ বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে সাধারণ মানুষের সেবা করে আসছি। সমগ্র জেলাব্যাপী আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আমার একটি সুসম্পর্ক রয়েছে। আমি নির্বাচিত হলে জেলা পরিষদের সাথে ইউনিয়ন পরিষদগুলোর সরাসরি সংযোগ স্থাপন করবো। ফলে সমগ্র জেলার ৮৯টি ইউনিয়নবাসীর সেবা পাওয়ার পথ আরো সুগম হয়ে উঠবে।
তিনি আরো বলেন, বিগত ৫ বছরে আমি মানুষের পাশে থেকে চাঁদপুর জেলার ৮টি উপজেলাবাসীর সেবা করেছি। সেবাকালীন সময়ে জেলা পরিষদের প্রায় ১শ কোটির টাকার মতো উন্নয়নমূলক কাজ করেছি। সবসময় চেষ্টা করেছি সুখে-দুঃখে মানুষের পাশে থাকার। পূনরায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করা হবে। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি আমার প্রতীক মোবাইল। আমি সকল ,মেয়র,কাউন্সিলর ,ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতা কামনা করছি।
এসময় উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, রেজাউল মাওলা হেলাল মুন্সী, আব্দুস সালাম সওদাগর, খন্দকার আরিফুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, যুগ্ন সাধারণ সম্পাদক শাহপরান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান সহ বিভিন্ন ইউপির সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.