|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ব্রাহ্মণবাড়িয়া কসবা,আখাউড়া উপজেলা ৬০৫টি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত-দৈনক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ অক্টোবর, ২০২২
।
ব্রাহ্মণবাড়িয়া কসবা আখাউড়া, ১ অক্টোবর ২০২২ ইং তারিখে, আখাউড়া উপজেলা সহ জেলার ৯টি উপজেলায় এ বছর ৬০৫টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
গত বছরের তুলনায় এই বছর পূজায় মণ্ডপের সংখ্যা বেড়েছে ২১টি। জেলার ৬০৫টি মন্ডপের মধ্যে রয়েছে- আখাউড়া উপজেলায় ২২টি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৭৮টি, নাসিরনগর উপজেলায় ১৫১টি, নবীনগরের ১৩৩টি, বিজয়নগর উপজেলায় ৫৭টি, সরাইল উপজেলায় ৪৯টি, কসবা উপজেলায় ৫৪টি, বাঞ্ছারামপুর উপজেলায় ৪৭টি, ও আশুগঞ্জ উপজেলায় ১৪টি। আগামীকাল পহেলা অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এদিকে শেষ সময়ে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা সাজানোর কাজ। এছাড়াও বিভিন্ন মন্ডপকে জাকজমকপূর্ণ করতে বর্ণিল সাজে তৈরী করা হচ্ছে প্যান্ডেলসহ বিভিন্ন অস্থায়ী ডেকোরেটেড স্থাপনা।
জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রশাসনের সাথে একাধিকবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম জানান, মন্ডপগুলোর সার্বিক নিরপাত্তায় সিসিটিভি স্থাপনসহ সব ধরণের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলের সমন্বয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে আনন্দমূখর পরিবেশে বৃহৎ এ উৎসব পালিত হবে বলে আমরা আশাবাদী।
আখাউড়া দেবগ্রাম শিব বাড়ির, শিব ঠাকুর মন্দির এর কমিটির, রূপক বণিক বলেন, এ বছর দুর্গাপূজায় সিসি ক্যামেরা সহ পুলিশ নিরাপত্তা জোরদার অনেক বেশি, সেই কারণে শান্তিপূর্ণভাবে মা দুর্গার পূজা পালন করতে পারছি।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম জানান, আখাউড়া উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে বিশেষ পুলিশ টিম নিয়োগ দেওয়া হয়েছে, এছাড়াও রয়েছে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিশৃঙ্খলা করার কোন চান্স নেই, কড়া নিরাপত্তায় রয়েছে পুলিশ ও আনসার বাহিনী। আরো আছে সিভিল বেশে, বিশেষ টিম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.