|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী হেলেনা ইয়াসমিন
প্রকাশের তারিখঃ ১ অক্টোবর, ২০২২
আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা প্রার্থীরা যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। ১৭ অক্টোবর ২০২২ জেলা পরিষদ নির্বাচনের দিন। তাই ভোটারদের কাছে ভোট চাইতে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা।
তেমনি জেলা পরিষদ১নং ওয়ার্ডে (শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং) এ ৩ উপজেলা থেকে একজন নারী সদস্য হবেন জেলা পরিষদের সদস্য, সে লক্ষ্যেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন সিরাজদিখান উপজেলা পরিষদের দুইবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন।এ নির্বাচনে তার প্রতীক হচ্ছে দোয়াত-কলম।
হেলেনা ইয়াসমিন বলেন , মুন্সীগঞ্জ জেলার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি উপজেলা হচ্ছে (শ্রীনগর, লৌহজং, সিরাজদিখান)আমি পূর্ব থেকে ই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছি আমার উপজেলায়, তাই এবার আমি প্রার্থী হয়েছি জেলা পরিষদের ১নং ওয়ার্ডে তিন উপজেলা নিয়ে, জেলা পরিষদের নির্বাচিত হয়ে আমি এই তিন উপজেলার উন্নয়নের অংশীদার হতে চাই,তাই১৭অক্টোবর আমার নির্বাচনী প্রতীক দোয়াত কলম মার্কায় ভোটারদের কাছ থেকে আমি ভোট প্রার্থনা করছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.