|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ মাকে মারধরের, ছেলের বিরুদ্ধে থানায় মামলা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২২
নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নের চকমনসুব গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলায় ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ।
মা কবিজান মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৯০ বছরের বৃদ্ধ মা।
ছেলে তফিজ উদ্দিন এ অভিযোগ এড়িয়ে জান,জানা গেছে, ২০১৬ সালের অক্টোবরে ছেলে তফিজ উদ্দিন বিরুদ্ধে মামলা করেন মা কপিজান। তখন থেকেই মাকে দেখাশোনা করত না ওই ছেলে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মার বাঁশঝাড়ের বাঁশ কাটতে আসে ছেলে। এতে মা বাধা দিলে ছেলে ও ছেলের স্ত্রী মিলে তাদের হাতে থাকা লাঠি দিয়ে
মা’র উপর বেধড়ক মারধর করে। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বৃদ্ধা মা। এলাকাবাসী ও তার মেয়ে বিবিজান দেখতে পেয়ে তাদের হাত থেকে উদ্ধার করে।
এ ব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান দৈনিক বাংলার অধিকার কে জানান ,এ বিষয়টি শুনেছি
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.