|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হচ্ছেনএম মাহবুব উল্লাহ কিসমত
প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২২
বিনা প্রতিদ্বন্দ্বীতায় জেলা পরিষদের সদস্য হচ্ছেন এম মাহবুব উল্লাহ কিসমত
মুন্সীগঞ্জের জেলা পরিষদ নির্বাচনে শ্রীনগর উপজেলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূনরায় সদস্য হতে যাচ্ছেন সাবেক জেলা পরিষদের সদস্য এম মাহাবুব উল্লাহ কিসমত।
রবিবার( ২৫ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ জেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিনে শ্রীনগরে তার প্রতিদ্বন্দ্বি দুইজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় একক প্রার্থী হন এম মাহাবুব উল্লাহ কিসমত।
উপজেলার ১০নং কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য এম মাহবুব উল্লাহ কিসমতের শ্রীনগর থেকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হয়েছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য ও বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার এবং ষোলঘর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা এ্যাডঃ কামরুল হাসান।
শ্রীনগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পূনরায় জেলা পরিষদের সদস্য হওয়ায় এম মাহবুব উল্লাহ কিসমত বলেন, দলীয় সিদ্ধান্তে শ্রীনগর উপজেলার সদস্য পদে একক প্রার্থী হতে পেরেছি। এজন্য আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.