স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান;
সারাদেশের ৬১ জেলাপরিষদ নির্বাচন ১৭ অক্টোবর এ নির্বাচনকে ঘিরে সারা দেশের ন্যায় খুলনা জেলা পরিষদে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থীর প্রতিক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশনার। ২৬ সেপেম্বর সোমবার রিটানিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার প্রর্থীদের হাতে প্রতীক তুলেদেন।
এতে জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী শেখ হারুনুর রশীদ পেয়েছেন মোটর সাইকেল প্রতীক
প্রতীদ্বদ্বী হিসাবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্রিড়া সংগঠক এসএম মোর্ত্তজা রশিদী দ্বারা পেয়েছেন চশমা প্রতীক।
তিনি জেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক হুইপ মোস্তফা রশিদী সুজার ভাই। এ ছাড়া বিএমএ জেলা সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা,বাহারুল আলম পেয়েছেন আনারস প্রতীক তিনি ও সাবেক হুইপ মোস্তফা রশিদী সুজার অনুসারী।
জানা য়ায় চেয়ারম্যান পদে তিন প্রার্থীই আনারস প্রতীক বরাদ্দ চান।এরপর লটারির মাধ্যমে তিন প্রাৃথীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মাজহারুল ইসলাম জানান চেয়ারম্যান পদে তিনজন,
নয়টি সাধারন সদস্যপদে ২৮ এবং তিনটি সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।খুলনা জেলায় ভোটার রয়েছেছেন ৯৭৭ জন।