|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রেড রিলেশন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২২
চাঁদপুরের কচুয়ায় আর্তমানবতার কল্যানে নিয়োজিত সংগঠন রেড রিলেশন ফাউন্ডেশনের উদ্যোগে দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। উপজেলার সেঙ্গুয়া গ্রামের মিয়াজী বাড়িতে দুই প্রতিবন্ধীকে লন্ডন প্রবাসী মো. মোয়াজ্জেম হোসেন,মাহফুজ ও ০৭০৯ ব্লাড প্যানেল এর সার্বিক সহযোগিতায় সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবন্ধীতের হাতে এসব হুইল চেয়ার তুলে দেন। এসময় সংগঠনের সভাপতি মো. রিজন পাটওয়ারী,আর বি রাসেল,অজিত সাহা,আবু সুফিয়ান ও আব্দুল মালেক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, রেড রিলেশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতান কল্যাণে কাজ করে যাচ্ছেন। মানব সেবার পাশাপাশি সামাজিক,রাষ্ট্রীয় সকল কর্মসূচিতে অংশগ্রহন করছেন এ সংগঠন। বিশেষ করে করোনাকালীন সময়ে গরীব অসহায় মানুষকে খাদ্য সহায়তা,অক্সিজেন সেবা,সুরক্ষা সমাগ্রী,আর্থিক সহায়তা,শিক্ষা উপকরন বিতরন,গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান,বাল্য বিয়ে প্রতিরোধ,মাদক সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ নানান ভাবে এ সংগঠনটি কাজ করে যাচ্ছেন। বর্তমানে সংগঠনের নেতৃবৃন্দ এখনো দেশের কোথায় রক্তদান প্রয়োজন হলে ছুটে যান সদস্যরা। বিনামূল্যে রক্তদান,রক্তের গ্রæপ নির্নয় করে থাকে এ সংগঠনের নেতৃবৃন্দ। সকল কার্যক্রমের পাশাপাশি সামাজিক,রাষ্ট্রীয় কর্মসূচি,মানবসেবা আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন রেড রিলেশন ফাউন্ডেশনের সদস্যরা।
কচুয়া: কচুয়ার সেঙ্গুয়া গ্রামে প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার প্রদান করছেন রেড রিলেশন ফাউন্ডেশনের সদস্যরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.