|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
যাত্রা শুরু করলো অপু বিশ্বাসের ‘লাল শাড়ি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২২
প্রযোজনায় নাম লেখালেন ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম অপু-জয় চলচ্চিত্র। সরকারি অনুদানে অপু নির্মাণ করবেন ‘লাল শাড়ি’ সিনেমা। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। ছবির নায়ক সাইমন সাদিক।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে অবস্থিত গোল্ডেন টিউলিপ রেস্তোরাঁয় সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। এদিন সন্ধ্যায় বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু। মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বাবা-মাকে স্মরণ করেন তিনি।
সিনেমার মহরতে সাধারণত উৎসবের আমেজ থাকে। থাকে সিনেমা সংশ্লিষ্টদের পরিচিতি আর বাগাড়ম্বর। তবে এর কিছুই ছিলো না শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রযোজক অপু বিশ্বাসের প্রথম ছবির মহরতে। বরং অপুর কথায় ফিরে ফিরে এসেছে তার প্রয়াত মায়ের কথা এবং কিছু অভিমানের রেশ। তিনি মনে করেন, আজ তিনি যতটুকু উঠে দাঁড়িয়েছেন, তার পেছনে ছিলো মায়ের ভালোবাসা ও ভরসা। আরও ছিলো কিছু মানুষের অবহেলা। যারা বিশ্বাসই করেনি, অপু বিশ্বাস সিনেমাটা বোঝে!
অনুষ্ঠানে লাল শাড়ি পরে হাজির হয়ে অপু বিশ্বাস স্মৃতি হাতড়ে বলেন, 'বছর দুই আগে আমাকে নিয়ে একটা কথা উঠলো, আমি নাকি সিনেমা বুঝি না! প্রযোজনা প্রতিষ্ঠান কিভাবে চালাতে হয় সেটা জানি না। অথচ তখন আমার সিনেমার সংখ্যা একশ ছাড়িয়েছে। যাইহোক, সেসব কথা আর মায়ের সাহসে আমি আজ এখানে। আমি মনে করি, যে কোনও সাকসেসফুল মানুষের পেছনে তার মায়ের অবদান থাকেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। মা সবসময় চাইতেন, প্রযোজক হিসেবে যেন আমার শুরুটা অনুদানের সিনেমা দিয়ে হয়। সেটাই হলো। অথচ মা আর আমার সঙ্গে নেই। আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ নামটিও মা দিয়েছেন। আমি জানি, তিনি না থেকেও আমার সঙ্গেই আছেন।'
এসময় উপস্থিত ছিলেন নায়ক সাইমন, অভিনেতা শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, অভিনেত্রী নিপুণ, পরিচালক বন্ধন বিশ্বাস, মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, গাজী মাহাবুব, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অপু বিশ্বাস সবার কাছে দোয়া চেয়ে তার ‘লাল শাড়ি’ সিনেমার পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করবো একটি উপভোগ্য সিনেমা উপহার দিতে।’শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান এ অভিনেত্রী।
রিয়েল তন্ময়
বিনোদন প্রতিবেদক
ফোন- ০১৮১৩৯১৮৫৪১
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.