|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মীরসরাইয়ে ৮৯টি মন্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২২
শরতের উজ্জ্বল আকাশে সাদা মেঘের আনাগোনার মধ্যে, কাশফুলের
শুভ্র আন্দোলনের সাথে তাল মিলিয়ে বাঙলা পঞ্জিকায় বছর ঘুরে আসে শরৎ । প্রকৃতিতে ঋতুর রানি শরতের আগমনেই সনাতন ধর্মালম্বীদের মনে দোলা দেয় দশভুজা মহামায়া ত্রিনয়নী দেবীর আবাহনী । জানান দেয় শারদীয় উৎসবের । দুর্গতিনাশিনী দেবীর আগমনী বার্তায় ভক্তকূলে আনন্দের জোয়ার সৃষ্টি হয় । এবারও তার ব্যত্যয় ঘটেনি চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাইয়ে । গতবছর থেকে একটি পূজা বেড়ে ৮৯ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে । এরই মধ্যে প্রতিমা শিল্পীরা তুলির শেষ আঁছড়ে ও সাজপোশাকে প্রতিমাকে দিচ্ছে পূর্ণ রূপ । প্রতিমা সাজানীকে ঘিরে নির্ঘুম রাত কাটাচ্ছে শিল্পীরা । পূজা মন্ডপে ইতিমধ্যে শেষ হয়েছে ডেকোরেটার্স, লাইটিংয়ের চুড়ান্ত প্রস্তুতি । আগামী ১ অক্টোবর শনিবার থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা । তবে এবার পূজায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আলোকসজ্জা কমানো, প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসাসহ সরকারি নিদের্শনা মেনে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ও মীরসরাই থানার অর্ন্তগত ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় অবস্থিত ৮৯টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গাৎসবের প্রস্ততি চলছে । এরমধ্যে জোরারগঞ্জ থানা এলাকায় পূজা মন্ডপ রয়েছে ৪৯ টি ও মীরসরাই থানার আওতায় রয়েছে ৪০টি পূজা মন্ডপ । এগুলোর মধ্যে ৮৪টি পূজা মন্ডপে প্রতিমা পূজা হবে । বাকি ৫টিতে হবে ঘট (প্রতিমা বিহীন) পূজা ।
প্রতিমা তৈরির কারিগর সুশান্ত পাল জানান, তিনি প্রতি বছর দেশের বিভিন্ন জেলা উপজেলায় ২০-২৫টি মন্ডপে প্রতিমার তৈরি করে থাকি । গত দুইবছর করোনা মহামারীর জন্য সীমিত বাজেটে প্রতিমা তৈরি করলেও এবার বড় বাজেটে প্রতিমা তৈরি করছে অনেক মন্ডপে ।
উত্তর দুর্গাপুর সিদ্ধেশ্বরী কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন চন্দ্র দাশ জানান, প্রতিবারে মতো এবারো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছে । সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আসন্ন শারদীয়া দূর্গা পূজা উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছি ।
জোরারগঞ্জ ইউনিয়ন পূজা কমিটি ও দেওয়ানপুর সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম কমিটির সভাপতি বাবুল সেন জানান, মহাপঞ্চমীতে দেবীর বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসবের শুরু পরদিন মহাষষ্ঠী পূজা থেকে মন্ডপে মন্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ । প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব ।
মীরসরাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার বলেন, ইতিমধ্যে একাধিক প্রস্তুতিমূলক সভায় করেছি । এবার ওচমানপুর ইউনিয়নের পূর্ব সাহেবপুর গ্রামে ১টি পূজা বেড়ে ৮৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে । এবার সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জ্বা কমানো, সিসি ক্যামেরা স্থাপনসহ সকল পূজা মন্ডপের কমিটিকে নিরাপত্তা নিশ্চিত করতে নিদের্শনা দেয়া হয়েছে ।
এ ব্যাপারে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন ও মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মীরসরাইয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে পূজা কমিটির পাশাপাশি উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী তদারকি করছে । পূজা কমিটির তথ্যমতে ৮৯টি পূজা মন্ডপের মধ্যে কোনো ঝুঁকিপূর্ণ মন্ডপ নেই । তবে সব পূজা মন্ডপকে সরকারি নির্দেশনা মেনে এবং নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনের নিদের্শনা প্রদান করা হয়েছে ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.