|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছেংগারচর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২২
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে, জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন কর্তৃক মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এসময়ে নোংরা পরিবেশে খাবার তৈরি,তারিখ ও মূল্য না দেয়ার কারনে সাগর বেকারিকে ৫০০০/-, মীম বেকারিকে ১০,০০০/-, জরিমানা করা হয়। নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ এবং মূল্য তালিকা না লাগানোর কারণে মক্কা হোটেলকে ৮,০০০/- জরিমানা করা হয়।
নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখা এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় বারিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৮০০০/- সহ ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত অপরাধে সর্বমোট ০৪টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৩১,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.