|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজনীতির ছত্রছায়ায় চুরি ডাকাতি ও ভূমিদস্যুতার অভিযোগ উঠে সোনাগাজীর মামুনের বিরুদ্ধে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২২
সোনাগাজীতে রাজনীতির ছত্রছায়ায় চুরি ডাকাতি ভূমিদস্যুতা ও নানান অপকর্মের অভিযোগ রয়েছে জনৈক স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম মামুনের বিরুদ্ধে।
সরেজমিন অনুসন্ধানে জানা যায় সোনাগাজীর পূর্ব মহেশ্বর গ্রামের রফিকুল ইসলাম (৬০) এর পূত্র নজরুল ইসলাম মামুন নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিয়ে ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, চুরি, ডাকাতি সহ নানান অসামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। স্থানীয় একাধিক লোকজন তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ হলেও ভয়ে মুখ খুলেনা, তার কর্মকাণ্ডের প্রতিবাদ করলে হুমকি ধমকি দিয়ে মিথ্যা ও সাজানো মামলা-হামলা দিয়ে হয়রানি করতে পারে এই ভয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক সোনাগাজী বাজারের এক ব্যবসায়ী জানান- মামুন চুরি-ডাকাতি সহ নানান অভিযোগে একাধিকবার জেল খেটেছে কিন্তু তার এইসব অপকর্ম বন্ধ হয়নি। বর্তমানেও সে ২০১৭ সালের একটি ডাকাতি মামলায় কারাগারে রয়েছে। এছাড়াও মহেশ্বর গ্রামে ফার্মেসি ব্যবসার আড়ালে গোপনে মাদকদ্রব্য বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
একটি সূত্রে জানা যায় ২০১৭ সালে তার বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি ও নাশকতার মামলায় সে জেল খেটে ছিল, মামুন একজন জুলুমবাজ ভূমিদস্যু ও লাঠিয়াল শ্রেণির লোক, তার বিরুদ্ধে জোরপূর্বক অন্যের ভূমি জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটা মামলা (মিছ মামলা নং-৩০০/২০২২) বিচারাধীন রয়েছে।
মামুনের এসব অপকর্মের বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার নিশ্চিত করে এলাকাবাসীকে শান্তি ও সহাবস্থানে বসবাস করার সুযোগ সৃষ্টি করতে স্থানীয় প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন মহেশ্বর গ্রামের সচেতন এলাকাবাসী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.