|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নানা আয়োজনের মধ্য দিয়ে বিরামপুরে মিনা দিবস উদযাপন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২২
নিরাপদ ও আনন্দময় পরিবেশ মানসম্মত শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে
গতকাল শনিবার বেলা ১১টার সময় উপজেলা চত্বর থেকে মীনা দিবস উদযাপন
উপলক্ষ্যে র্যালি বের হয়। শিক্ষার্থীরা র্যালি নিয়ে পায়ে হেটে পুর্বপাড়ার
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসে মীনা দিবসের তাৎপর্যের উপর গল্প বলার
আসর ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
এ সময় র্যালিতে উপজেলা ও পৌরশহরের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই
শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহন করেন।
এ অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার
সরকার মীনা দিবসের তাৎপর্যের উপর বলেন, শিক্ষার্থীদের পোশাক পরিচ্ছন্ন
হয়ে হাত ধুয়ে নিয়মিতভাবে স্কুলে আসতে হবে। বিশেষ অতিথি মহিলা
ভাইস চেয়ারম্যান উম্মেকুলসুম বানু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা
বেগম, সহকারী এটিও আব্দুল ওয়াকিল।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিরামপুর উপজেলা শাখার সভাপতি
আনোয়ারুল ইলাম। সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সহকারী শিক্ষক
সমিতির সভাপতি মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শিবপুর
সরকারি প্রাথমিক শ্রেষ্ট সহকারী শিক্ষক আব্দুল হাকিম মোল্লা।
মিনা দিবসের উপর কবিতা আবৃত্তি করেন শিমুলতলী প্রাথমিক বিদ্যালয়ের
১ম শ্রেণির শিক্ষার্থী অর্ক সরকার,তাসনুভা, মহিত।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.