|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ জেলাসহ ১১ টি উপজেলার ৮১৬টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠান শুরু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২২
এক যোগে নওগাঁসহ সারাদেশে আগামী ১অক্টোবর শুনিবার মহা-ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ৫ দিন ব্যপী শুরু হচ্ছে। এ বছর শারদীয় উৎসবে নওগাঁ জেলায় মোট ৮১৬টি পূজা মন্ডপে দুূর্গাপূজার প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিআইও-ওয়ান মোঃ মোবারক হোসেন অপরাধ অনুসন্ধানকে জানিয়েছেন, জেলার ১১টি উপজেলায় মোট ৮১৬টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাভিত্তিক দুূর্গা পূজা মন্ডপের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর- উপজেলায় ১১৯টি, রানীনগর উপজেলায় ৫২টি, আত্রাই উপজেলায় ৫১টি, মহাদেবপুর উপজেলায় ১৫৪টি, বদলগাছি উপজেলায় ১০৬টি, মান্দা উপজেলায় ১১৭টি, নিয়ামতপুর উপজেলায় ৬৪টি, পোরশা উপজেলায় ১৮টি, সাপাহার উপজেলায় ১৭টি, পত্নীতলা উপজেলায় ৮৬টি এবং ধামইরহাট উপজেলায় ৩২টি। নওগাঁ পৌর এলাকার কালিতলা, ঘোষপাড়া, ব্রীজের মোড় আখড়াবাড়িসহ বিভিন্ন এলাকায় পাল সম্প্রদায়ের কারিগররা এখন খড় ও মাটি দিয়ে প্রতিমার অবকাঠামো নির্মাণের কাজ করছেন। তারা রাতদিন প্রতিমা তৈরীর কাজে নিরলস ক্জা করে যাচ্ছেন। ইতিমধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক অপরাধ অনুসন্ধানকে জানিয়েছেন, নওগাঁয় জাঁকজমক ও মহা-ধুমধামে দুূর্গা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। বিগত দিনের মত এ বছরও দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তামুলক ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো জেলাকে ৫টি সেক্টরে এবং ১১টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টর একজন অতিরিক্ত পুলিশ সুপার অথবা ১ জন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে এবং প্রতিটি সাব-সেক্টর একজন করে ইন্সপেক্টর-এর নেতৃত্বে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এ ছাড়াও জেলার ১০৮টি বিট এলাকায় একজন বিট অফিসারের নেতৃত্বে ৫/৬ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক টহলরত থাকবে। অপরদিকে প্রতিটি পূজা মন্ডপে যথারীতি পুলিশের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক আনসার ভিডিপি সদস্যরা দায়িত্বরত থাকবে বলে তিনি জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.