|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কিশোরগঞ্জ মানব কল্যান সংগঠন এর আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২২
ঐতিহ্যবাহী বৃহত্তর কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলা নিয়ে গঠিত "কিশোরগঞ্জ মানব কল্যান সংগঠন" এর আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলার অষ্টবর্গ এলাকার আব্দুল জব্বার মোড়ে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা এড. শাহ আশরাফ উদ্দিন দুলাল এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
নুরুজ্জামান আশরাফ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল হোসাইন মনা, মোঃ আব্দুল জব্বার, মাওলানা সাইফুল ইসলাম, মোঃ রুবেল মিয়া, ডাঃ শাহরিয়ার ভূইয়া, মোঃ শফিকুল মাহমুদ শোয়েব, মোঃ ইউনুস মিয়া, ডাঃ ফেরদৌস আহাম্মদ চৌধুরী, ডাঃ নাজমুল হাসান সোহেল, মোঃ বদরুল আলম শিপু, আজহারুল ইসলাম রায়হান, মোবারক হোসাইন দিনার, মোঃ সোহেল মিয়া প্রমুখ।
মতবিনিময় ও আলোচনা সভায় বক্তারা কিশোরগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে এই সংগঠন থেকে যার যার অবস্থানে থেকে সকল প্রকার কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বাংলাদশেকে একটি সুখী, সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ায় প্রয়োজনীয় ভূমিকা পালনের শপথ নেন।
এছাড়া মতবিনিময় ও আলোচনা সভায়
এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.