|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপে শারদীয়া দুর্গা পুজা সুষ্ঠ ভাবে উদযাপনের লক্ষে মতবিনিময়-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২২
ধর্ম যার যার উৎসব সবার বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সম মর্যদা নিশ্চিত করেছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গনতন্ত্র সমুন্নত রাখা মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার নিশ্চিত করা এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। দেশের প্রতিটি মানুষ, মানুষ হিসাবে বাস করবে শান্তিতে থাকবে এটা আমরা প্রতিষ্ঠা করতে চাই।আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সব ধর্মের মানুষের ধর্মীয় উৎসব পালন করা নিশ্চিত করেছে - আসন্ন শারদীয়া দুর্গাপুজা সুষ্ঠ ভাবে উদযাপনের লক্ষে
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটারদিকে
উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তৃতা কালে জাতীয় সংসদের হুইপ
পঞ্চানন বিশ্বাস এমপি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হেসেন,দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি অসিত বরন সাহা, সাধারন সম্পাদক সন্জয় কুমার মোড়ল সহ সকল পুজা মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ সহ গনমাধ্যম কর্মিরা।
পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসব ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে।স্হানীয় ভাবে প্রতিমা নির্মাতারা দেবী দুর্গার প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চেয়ারম্যান পঞ্চানন মন্ডল।
.
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.