মৎস্যখাতে পেশাগত দক্ষতা, বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ পেয়েছেন ফরিদগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা।
১০ জুন মৎস্য চাঁদপুর জেলা মৎস্য বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জেলার ৮ টি উপজেলার মধ্যে দ্বিতীয় স্হান অর্জন করে ফরিদগঞ্জ মৎস্য বিভাগ।
২৯ জুন জেলা মৎস্য কার্যালয়ে মাসিক সমন্বয় সভার মাধ্যমে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার তুলে দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম মেহেদী হাসান।
এ সময় বিভিন্ন উপজেলার ও জেলার মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা বলেন, শুদ্ধাচার পুরস্কার পাওয়া বিশেষ অর্জন। এ পুরস্কারের জন্য আমি খুশি।
এ পুরস্কার ডিপার্টমেন্টের জন্য বড় পাওয়া। কর্মক্ষেত্রে আরও গতিশীল ও মর্যাদা বৃদ্ধির জন্য এ পুরস্কার অনুপ্রেরণা যোগাবে জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন তিনি।