|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাইমচরে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২২
চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরী বলেছন,সামাজিক-সম্প্রীতি কমিটির মাধ্যমে সমাজে সচেতনামুলক কার্যক্রম পরিচালনা করা হবে।
ধর্মীয় উগ্রবাদ,জঙ্গীবাদ সংহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষে প্রয়োজনীয় প্রচারনা কার্যক্রম পরিচালনা।সামাজিক যোগাযোগ মাধ্যম তার অপব্যবহার রোধকল্পে সচেতনতা মূলক প্রচার।মসজিদ,মন্দির,গির্জা,প্যাগডাসহ সকল উপাসনালয়ে নিরাপত্তা বিধান করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সামাজিক-সম্প্রীতি কমিটির সভায় তিনি এসব বলেন।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন।
উপজেলা মুক্তি যোদ্ধা ডেপুটি কমান্ডার ডাঃ মোঃ হাফিজ আহম্মদ, চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান সহ প্রশাসনের নেতৃবৃন্দু।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.