|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে জেলা ভোক্তা অধিদপ্তরের দুইটি দোকানে অভিয়ান জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২২
ফরিদপুরে জেলা ভোক্ত অধিদপ্তরের হোটেল ও কসমেটিকেস দুইটি দোকানে অভিযান করা হয়েছে।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর)সকাল ১০ থেকে ১২ঃ৩০ পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে হোটেল ও কসমেটিকসের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শহরতলী ভাঙ্গা রাস্তার মোড়ে ভাই-ভাই রেস্তোরাঁকে পঁচা-বাসি খাবার গ্রিল ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে আট হাজা টাকা ও
থানা রোডে অবস্হিত মেসার্স নীল আঁচল কসমেটিকস কে বিদেশি কসমেটিকসে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও আমদানিকারকের তথ্য উল্লেখ না থাকার অপরাধে আট হাজার টাকা জড়িমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস মোঃ বজলুর রশিদ খান ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.