|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কিশোরগঞ্জর শ্রেষ্ঠ ইউএনও মোঃ হারুন-অর-রশিদ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২২
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হারুন-অর-রশিদ।
জাতীয় শিক্ষা পদক প্রদান উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাটাগরিতে, কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে অষ্টগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হারুন-অর-রশিদকে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ঘোষণা করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউএনও মোঃ হারুন-অর-রশিদ অষ্টগ্রাম উপজেলায় যোগদানের পর থেকে হাওর অধ্যুষিত এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং তাঁর উদ্যোগ ও তৎপরতায় দিনবদলের হাওয়া লেগেছে হাওরের এ উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়। এমনকি অভিভাবকদের অনুপ্রাণিত করতে তিনি নিজের মেয়েকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন।
তার দিকনির্দেশনায় ও নেতৃত্বে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। আনন্দঘন পরিবেশে শিক্ষা নিচ্ছে শিশুরা। যার ফলে পাল্টে যাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন শুরু হয়েছে এক নবযাত্রা
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.