|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর, ২০২২
নওগাঁর সাপাহারে শারদীয় দুর্গোৎসব-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে একই সঙ্গে সংযুক্ত সাপাহার, পোরশা ও নিয়ামতপুরে শারদীয় দুর্গোৎসবের পূর্ব প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এ সময় সেখানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, মৎস্য কর্মকর্তা রোজিনা, সাপাহার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ইস্ফাত জেরিন মিনা সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার ৬টি ইউনিয়নের ১৭টি পুজা মন্ডপের সকল সভাপতি ও সাধারণ সম্পাদক গন সেখানে উপস্তিত ছিলেন। উক্ত সভায় একই ধারাবাহিকতায় সাপাহার উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.