|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লিফটে আটকে প্রাণ শেষ শিক্ষিকার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২২
গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পশ্চিম মালাডের চিঞ্চোলি বন্দরের সেন্ট মেরি ইংলিশ হাই স্কুলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা যায়, গিনেল ফার্নান্দেজ নামের ওই শিক্ষিকা শুক্রবার দুপুর ১টার দিকে সাততলা থেকে দোতলায় নামার জন্য লিফটে উঠছিলেন। কিন্তু তার শরীরটি পুরোপুরি লিফটে ঢোকার আগেই সেটি উপরের দিকে উঠতে শুরু করে। তার একটি পা লিফটে ঢুকলেও শরীরের বাকি অংশ বাইরেই ছিল।
দেয়াল-লিফটের মধ্যে আটকে পড়া অবস্থায় তার চিৎকার শুনে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী ও শিক্ষার্থীরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করানোর পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর (ইউডি) মামলা করে তদন্ত শুরু করেছে। লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কী না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.