|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২২
দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট--দৈনিক বাংলার অধিকার
দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের শপথচত্বরে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গাপূজা। প্রতি বছর ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবটি আমরা পালন করে আসছি। আমরা এ পূজায় তিন দিনের সরকারি ছুটি দাবি করছি।
তারা বলেন, প্রতি বছর সাম্প্রদায়িক মহল থেকে আমাদের দুর্গাপূজায় মন্দির-প্রতিমা ভাঙচুর করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে দেশের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের এবং সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান।
তারা আরও বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ বসবাস এবং পারস্পরিক সম্প্রীতির চেতনাকে ধারণ করেই আমাদের দেশ স্বাধীন করা হয়েছে। অথচ একটি সাম্প্রদায়িক মহল সবসময় শান্তি-সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করে থাকে। এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক রতন চন্দ্র দাস, হিন্দু যুব মহাজোট চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক রঞ্জিত রায় চৌধুরী, সদস্য সচিব কানু দত্ত, যুগ্ম আহ্বায়ক নিতাই চন্দ্র মন্ডল, সিনিয়র সদস্য সচিব দীপক রায়, লিটল সরকার, যুগ্ম সদস্য সচিব মিঠুন চন্দ্র পোদ্দার, যুব মহাজোট কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক মৃনাল কান্তি পোদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অঞ্জন মুখার্জি, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট চাঁদপুর জেলা সভাপতি রাজিব চন্দ্র সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক দিপঙ্কর চন্দ্র মণ্ডল, শাহরাস্তি উপজেলা শাখার আহ্বায়ক শুভ্রত চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক অমল চন্দ্র মণ্ডল, হাজীগঞ্জ উপজেলার আহ্বায়ক কনক সাহা প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.