|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মহিলাদের ক্ষমতায়নের জন্য জলবায়ু পরিবর্তনের দুর্যোগের স্থিতিস্থাপকতা–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২২
মহিলাদের ক্ষমতায়নের জন্য জলবায়ু পরিবর্তনের অভিযোজন জ্ঞান এবং প্রযুক্তির পরিমাপ করা এবং বাংলাদেশে সামাজিক সমতা এবং দুর্যোগের স্থিতিস্থাপকতা বৃদ্ধির জন্য (SAKTEE)" প্রকল্প এর অধিনে
বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস) দক্ষিন-পশ্চিম অঞ্চলে বসবাসকারী জনগোষ্টি বিশেষত দরিদ্র -নারীদের আর্থ সামাজিক উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র সহযেগিতায়, দুর্যোগ ঝুঁকিপ্রবন কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর গ্রামে দশ শতক জমির উপর (১) পুষ্টি বাগান ও কৃষি প্রদর্শনী প্লট ৩ বছরের জন্য লিজ (হারি) নেওয়া হয়েছে। পুষ্টি বাগান ও কৃষি প্রদর্শনী প্লট থেকে উৎপাদিত সবজি ও কৃষি পণ্য উক্ত গ্রামের সুবিধা বঞ্চিত নারী প্রধান ও দরিদ্র পরিবার ভোগ ও বিক্রি করবে এবং ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে দশ শতক জমির উপর (২) পুষ্টি বাগান ও কৃষি প্রদর্শনী প্লট ৩ বছরের জন্য লিজ (হারি) নেওয়া হয়েছে । প্রদর্শনী প্লট থেকে উৎপাদিত সবজি ও কৃষি পণ্য উক্ত গ্রামের সুবিধা বঞ্চিত নারী প্রধান ও দরিদ্র পরিবার ভোগ ও বিক্রি করবে।
৪নং দক্ষীণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী গ্রামে বেড়াখালী কালী মন্দির প্রাঙ্গনে ৫০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ১টি পানি সংরক্ষণ ট্যাংক স্থাপন করা হবে। উক্ত পানি সংরক্ষণ ট্যাংক থেকে এলাকার বিশেষত দরিদ্র পরিবার বৃষ্টির সুপেয় পানি পান করতে পারবে।
বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস) এর পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস) দক্ষিন-পশ্চিম অঞ্চলে বসবাসকারী জনগোষ্টি-নারীদের আর্থ সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র সহযেগিতায়, দুর্যোগ ঝুঁকিপ্রবন শ্যামনগর উপজেলার ১১নং পদ্মপুকুর ইউনিয়নের সোনাখলী গ্রামে দশ শতক জমির উপর (১) কৃষি প্রদর্শনী প্লট ৩ বছরের জন্য অধিগ্রহণ করা হয়েছে। কৃষি প্লট থেকে উৎপাদিত কৃষি পণ্য উক্ত গ্রামের সুবিধা বঞ্চিত নারী প্রধান পরিবারের মধ্যে বিতরণ করা হবে এবং ১১নং পদ্মপুকুর ইউনিয়নের বাইনতলা গ্রামে দশ শতক জমির উপর (২) কৃষি প্রদর্শনী প্লট ৩ বছরের জন্য অধিগ্রহণ করা হয়েছে। কৃষি প্লট থেকে উৎপাদিত কৃষি পণ্য উক্ত গ্রামের সুবিধা বঞ্চিত নারী প্রধান পরিবারের মধ্যে বিতরণ করা হবে।
১২নং গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে প্রাঙ্গনে ৫০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ১টি পানি সংরক্ষণ ট্যাংক স্থাপন করা হবে। উক্ত পানি সংরক্ষণ ট্যাংক থেকে এলাকার জন সাধারণ বৃষ্টির সুপেয় পানি পান করতে পারবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.