|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মিরের বাজারে এনআরবিসি ব্যাংক উপশাখার বর্ষপূর্তী পালন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২২
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্টো থানার মিরের বাজারে এনআরবিসি ব্যাংক উপশাখার ১ম বর্ষপূর্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ,মিলাদ,দোয়া ও কেক কাটা হয়।
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বাদ'মাগরিব মিরের বাজার উপশাখায় জমকালো আয়োজনে কেক কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত উপশাখাটি গত বছর এ দিনে সুনামের সাথে অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে।
বর্তমানে উপশাখাটিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ প্রদান, নারী উদ্যোক্তা ঋণ, ব্যবসায়ী ঋণ, বাড়ি নির্মাণ ঋণ , কৃষি ঋণ, লাইফ স্টাইল লোন, গাড়ি ঋণ, ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। এ ছাড়া, RTGS , BEFTN, পে অর্ডার, বিদ্যুৎ বিল,গ্যাস বিল, চালান, আয়করের টাকা জমা,গাড়ীর BRTA এর ফি জমা ও ই পাসপোর্টের টাকা জমা নেওয়া হয়।
বর্তমানে উপশাখাটি অত্যান্ত সুনামের সাথে সেবা প্রদানের মাধ্যমে এলাকাবাসীর সন্তুষ্টি অর্জন করছে।
উক্ত বর্ষপূর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,বিডি ক্রিয়েশনের সন্মানিত ব্যবস্হাপনা পরিচালক, মোস্তফা আহম্মেদ পিয়াস, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মিরের বাজার ব্যবসায়ী কমিটি।আবুল কাসেম মেম্বার, এ্যাডঃমজিবুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্হিত ছিলেন,শাহ আলম মুন্সি,শাহিন সরকার, মোঃ বেলায়েত হোসেন, আবু তালেব খান,শাহিন মোল্লা।
উপশাখা প্রধান এ.এফ. এম মাসুদুর রহমান মিলাদ এর সার্বিক সহযোগিতায়, এ সময় উপ শাখার সকল কর্মকর্তা, শাখার গ্রাহকবৃন্দ,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন হাফেজ গাজী আব্দুল আল মাসুম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.