|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাঘারপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২২
সারাদেশের ন্যায় যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় এসএসসিতে বাংলা ১ম পত্র, কারিগরিতে বাংলা-২ এবং দাখিলে কুরআন মাজীদ ও তাজবীদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মূল ২টি কেন্দ্র খাজুরা মনিন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয় ও খাজুরা ইসলামিয়া ফাজিল মাদরাসা ছাড়াও ১টি ভ্যেনু স্থাপন করা হয় খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ে। কেন্দ্র ২টিতে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১২৭৮ জন। এর মধ্যে খাজুরা মনিন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ৪২৮ পরীক্ষার্থীর ২ জন অনুপস্থিত ছিল। এ কেন্দ্রের কারিগরিতে ১৬৮ জন পরীক্ষার্থীর ৬ জন অনুপস্থিত ছিল এবং খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয় ভ্যেনুতে অনুপস্থিত ছিল ৪৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন।
এছাড়া খাজুরা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২১৯ জন। এর মধ্যে ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এদিকে, বছর জুড়ে প্রস্তুতি ভালো হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে প্রত্যাশা অনুযায়ী ভালো পরীক্ষা দেওয়ার আশার কথা জানিয়েছেন পরীক্ষার্থীরা। প্রশ্ন ফাঁসের কোন খবর বা গুজব না থাকায় স্বস্তিতে রয়েছেন তারা।
পরীক্ষা শুরুর পরপরই খাজুরা মনিন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সদর উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের জুনিয়র অফিসার কোবাদুল ইসলাম বলেন, ‘প্রশ্ন পত্র ফাঁসের কোন খবর নেই। কেন্দ্রের ভেতরের চিত্রও ভাল।’
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.