|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
এসএসসির প্রথম দিনে কুলিয়ারচরে অনুপস্থিত ৪৩-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২২
ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের (এসএসসি) পরিক্ষায় প্রথম দিনের বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪৩ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কুলিয়ারচর উপজেলা শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেন। পরীক্ষার প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অফিস সূত্রে জানা যায়, ঢাকা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে এসএসসিতে এবার মোট পরীক্ষার্থী ২ হাজার ২ শত ৪৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ২ শত ৫ জন।
পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৪৩ জন। এর মধ্যে ঢাকা বোর্ড এ ১১ জন, কারিগরি শিক্ষা বোর্ড এ ৩১ জন ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এ ১ জন।
এদিকে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানান প্রশ্নপত্র মোটামোটি ইজি হয়েছে, কমনও পড়েছে। তবে পরীক্ষায় কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য হলে কড়া সিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.