|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শারদীয়া দূর্গেৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আসন্ন-২০২২ শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ১৪ই সেপ্টেম্বর ২০২২ বুধবার সকাল ১১ টায় রানীশংকৈল উপজেলা হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম,রানীশংকৈল সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা,রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল ও পুজা উদযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেব।এছাড়া ও অন্যানের মধ্যে বক্তব্য দেন-পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দিন প্রমুখ। এবং সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা,জনপ্রতিনিধি,বিভিন্ন ইউনিয়ন পূজা কমিটির সভাপতি- সাধারণ সম্পাদক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবে বলে কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।এবং তারা সংশ্লিষ্ঠ পূজা কমিটির সভাপতি- সম্পাদকসহ সকলের সহযোগিতা কামনা করেন।জানা গেছে এ উপজেলায় এবছর মোট ৫৫ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.