|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
অর্থপাচার সম্পর্ক যা বললেন প্রধানমন্ত্রী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২২
বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনের সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে একাত্তর টিভির সাংবাদিক ফারজানা রূপার এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘সুইস ব্যাংকে তো বহু আগেই আমরা আমাদের ডিমান্ড পাঠিয়েছিলাম। আমরা তালিকা চেয়েছিলাম। তালিকা কিন্তু আসে নাই, কেউ বলতে পারে নাই। সবাই বলে যায়, হাওয়ায় কথা বলে যায়। কিন্তু কেউ সঠিক তথ্য দিয়ে বলতে পারে না।
এটা একটা সমস্যা, এটা আমরা দেখছি। মানি লন্ডারিং বন্ধ করার ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে। ’
অর্থ পাচারকারীদের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অনেকেরই অর্থ পাচারের তথ্য আমার কাছে আছে, ওটা আপনারা (সাংবাদিকরা) লিখবেন কিনা সন্দেহ আছে। আমি সোজা কথা বলি, অনেকের ব্যাপারে অনেক স্বনামধন্যদের ব্যাপারেও আমার কাছে তথ্য আছে। তবে এটা দুর্নীতি দমন কমিশন এবং ব্যাংকের মাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে।
সামনে একদিন আসবে আপনারা লিখবেন কিনা আমি সেটা দেখব। মানি লন্ডারিং বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। নজরদারিতে আনা হয়েছে বলেই তো আপনারা জানতে পারলেন। আপনারা খুঁজে বের করেননি তো, সাংবাদিকরা বের করেননি। এ ব্যাপারে আমাদের তদন্ত হচ্ছে’।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.