মেহেন্দিগঞ্জের বিভিন্ন বাজারে নকল সিগারেট, বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার, ক্ষুব্ধ প্রকৃত ডিলার বাদল পাল বিচার দিলেন বনিক সমিতির কাছে, বুধবার এ বিষয়ে শালিস-বৈঠক হওয়ার কথা রয়েছে।
অভিযোগে জানা যায়, মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের ব্যবসায়ী মেসার্স চিত্র রঞ্জন পাল অবৈধভাবে উৎপাদিত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল হলিউড সিগারেট বিভিন্ন হাটে-বাজারে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছেন। পাতারহাটের অসাধু ব্যবসায়ীর কাছ থেকে পাইকারি ধরে নকল হলিউড সিগারেট কিনেন কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ী।
গত ২-৩ দিন আগে
গোপন সংবাদের ভিত্তিতে প্রকৃত ডিলার বাদল পালের এক এস আর কালীগঞ্জ বাজারে গিয়ে হাতে নাতে নকল হলিউড সিগারেট জব্দ করেন। এক পর্যায়ে ওই ব্যবসায়ী সরল স্বীকারোক্তি দিয়ে বলেন, তিনি এগুলো পাতারহাট বন্দরের ব্যবসায়ী মেসার্স চিত্র রঞ্জন পাল এর নিকট থেকে কিনেছেন, তার প্রমাণ স্বরূপ দোকানের একটি ক্যাশ মেমো দেখান, মেমোতে দেখা যায় সিগারেট এর মূল্য ৩৯৭০০টাকা। সুত্র জানায়, অরিজিনাল এক কেস হলিউড সিগারেট বিক্রি করলে লাভ হয় ৩০০-৩৫০ টাকা, আর এক কেস নকল হলিউড সিগারেট বিক্রি করলে লাভ হয় ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা। এ বিষয়ে নকল সিগারেট বিক্রেতার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করলেও তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে এ অবৈধ বাজার নিয়ন্ত্রনের বাইরে থাকায় বছরে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে ২০৪১ সালের মধ্যে দেশকে সম্পূর্ণ তামাক মুক্ত করার লক্ষ্য প্রতি বছর সিগারেটের মূল্য বৃদ্ধি, তামাক নিয়ন্ত্রণ আইনসহ সরকারের নেওয়া উদ্যোগ গুলোও মারাত্বকভাবে ব্যহত হচ্ছে মেহেন্দিগঞ্জে। এজন্য প্রশাসনের কম নজরদারি ও কঠোর পদক্ষেপের অভাবকে দায়ী করছেন ভুক্তভোগীরা।