|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
উলিপুরে অটো রিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২২
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অটোচার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার(১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই অটো চালকের নাম শফিকুল ইসলাম (৪০)। তিনি উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের চৌমহনী বাজার পাহারাদার হাফেজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন হতে ব্যাটারী চালিত অটো চালাতেন গতকাল সোমবার রাত ১১টার দিকে নিজ বাড়ীতে অটো চার্জ দিতে গিয়ে এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি।বাড়ীর লোকজন শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অপমৃত্যু মামলা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.