নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক পার-২ ডা. মো. মাহফুজার রহমান সরকার ও সহকারী পরিচালক পার-১ ডা. মো. বদিউজ্জামান। পরিদর্শনে এসে কমপ্লেক্সের বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাদির চাহিদা ও জনবল সংকট নিরসনের আশ্বাস দেন তারা।
রোববার (১১ই সেপ্টেম্বর) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও সহকারী পরিচালকের আগমনে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাগণ।
এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃবিভাগ, বহির্বিভাগ, স্টোর রুম, অপারেশন থিয়েটার, লেবার ওয়ার্ড ও শিশু ওয়ার্ড পরিদর্শন শেষে হাসপাতালে ভর্তিরত রোগীদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক পার-২ ডা. মাহফুজার রহমান সরকার ও সহকারী পরিচালক পার-১ ডা. মো. বদিউজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. মনিরুজ্জামান রুকু সহ অন্যান্য চিকিৎসকগণ এবং ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাবিবুর রহমান সিদ্দিকী, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমূখ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, কমপ্লেক্স পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন শেষে হাসপাতালের সাজসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মানে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া হাসপাতালের বিভিন্ন সমস্যা তথা জনবল সংকট, অপারেশন থিয়েটারে জিএ মেশিন সহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাদি দ্রুত সংযোজন করার আশ্বাস দেন তারা।
পরিদর্শন শেষে, হাসপাতালে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা সহ ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সেবার মান সমুন্নত রাখতে উৎসাহ প্রদান করেন।