|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
২ নং বন্দবিলা ইউনিয়ন ব্লাড ব্যাংক এর শুভ উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ সেপ্টেম্বর, ২০২২
যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের রাঘবপুর গ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে সেচ্ছাসেবী সংগঠন ২ নং বন্দবিলা ইউনিয়ন ব্লাড ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়েছে।
[video width="1280" height="720" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2022/09/km_20220904_720p3.mp4"][/video]
ভিডিও নিউজ
রবিবার ১১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার রাঘবপুর পুলের হাট দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে
নং বন্দবিলা ইউনিয়ন ব্লাড ব্যাংকের শুভ সূচনা হয়
আমার রক্ত যদি সহযোগিতা পাই যদি মূমূষ রোগির প্রান , তাহলে আমি কেন করব না রক্ত দান, এই স্লোগান কে সামনে রেখে ২নং বন্দবিলা ইউনিয়ন ব্লাড ব্যাংক আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন বন্দবিলা ইউনিয়নের রাঘবপুর পুলের হাট গ্রামের রায়হান উদ্দিন
এসময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, মোঃ মুনতাজ দফাদার, নজরুল ইসলাম , চিকিৎসক মোঃ ইনামুল মোঃ মিঠু,মোঃ রিয়াজ,মোঃ মুহাইমিম, মোঃ ইউসুফ,বাপ্পি আবু সাইদ, রাসেল রানা জয় দাস প্রমুখ
এসময় বক্তারা বলেন, রক্তের বিকল্প কেবল মাত্র রক্তই। অন্য কিছুর বিনিময়ে তা পূরনীয় নয়। ২ নং বন্দবিলা ইউনিয়ন ব্লাড ব্যাংক স্থাপন করে আরো একটি মানবতার দৃষ্টান্ত রাখলেন। ২ নং বন্দবিলা ইউনিয়ন ব্লাড ব্যাংকের মাধ্যমে একদিকে মানবতার চর্চা করে আসহায় মানুষের উচ্চতায় আসীন হবে। মহতী প্রয়াসের প্রশংসা করে সবাইকে আন্তরিক হয়ে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তারা
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.