|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজশাহীর দুর্গাপুর থেকে চার হ্যাকার আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২২
রাজশাহীর দুর্গাপুর থেকে চার ডিজিটাল প্রতারক (হ্যাকার)কে আটক করেছে পুলিশ। শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) বিকাশ লেনদেনে ব্যবহৃত সিমসহ তাদের আটক করে দুর্গাপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পাচুবাড়ী গ্রামের আব্দুল করিম এর ছেলে রুবে ইসলাম, শাহাদাত হসেনের ছেলে
রাজু আহমেদ(২২), লিয়াকত আলীর ছেলে শান্ত ইসলাম বাবু (২৫), এবং আবুল কালামের ছেলে সোহাগ আলী (২৩)।
রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখায়ের আলম জানান, তারা অন্য ব্যক্তির ফেসবুক/ মেসেঞ্জার হ্যাক করে মূল আইডির পরিচিতজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিকাশে টাকা আদায় করত। গত ৮/৯/২০২২ ঢাকা শহরের একজন ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে প্রতারকদের অবস্থান দুর্গাপুর এলাকায় সনাক্ত করা হয় । রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সনাতন চক্রবর্তীর তত্ত্ববধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন হোসেনের নেতৃত্বে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিকাশ লেনদেনে ব্যবহৃত সিমসহ গত ৯/৯/২০২২ তারিখ প্রথমে মো: রুবেল ইসলাম(২৫) , পিতাঃ আব্দুল করিম , সাং পাচুবাড়ী থানা দুর্গাপুরকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে একই গ্রামের রাজু আহমেদ(২২), পিতাঃ শাহাদাত হসেন, শান্ত ইসলাম বাবু(২৫) পিতাঃ লিয়াকত আলী এবং সোহাগ আলী (২৩), পিতাঃ আবুল কালামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই নিজেদের এ কর্মের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে ঢাকায় প্রেরণের প্রক্রিয়া চলছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.