|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
অবশেষে খুলে দেওয়া হল সংবাদ পত্র বিপণন কারী ইউনুছের বাড়ির রাস্তা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ সেপ্টেম্বর, ২০২২
অবশেষে প্রতিপক্ষ পূর্ব ছাগলনাইয়ার শ্বরবক্স বাড়ির হাবিব উল্যার ছেলে ফয়েজ আহাম্মদ কর্তৃক দীর্ঘ আট মাস বন্ধ রাখার পর গত ২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে খুলে দেয়া হলো সংবাদপত্র বিপনন কারী মোঃ ইউনুছ এর বাড়ির চলাচলের রাস্তাটি। ছাগলনাইয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড পূর্ব ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা ও সংবাদপত্র বিপনন কারী মোঃ ইউনুসের বাড়ির দীর্ঘ ২৫ বছরের পুরনো রাস্তা খাদা খন্দ ভরে যায়। ফলে তার প্রতিপক্ষ ফয়েজ আহমেদের সাথে আলোচনা করে রাস্তা মেরামত করতে গেলে প্রতিপক্ষ তার একমাত্র বাড়ির চলাচলের রাস্তা বিষাক্ত কাঁটা আর কাঠ দিয়ে বন্ধ করে দেয়।
এসময় ইউনুস স্থানীয় কাউন্সিলর নূর হোসেনকে বিষয়টি জানালে তিনি এসে আলাপ আলোচনা করে রাস্তাটি খুলে দেন। কিন্তু প্রতিপক্ষ ফয়েজ আবার রাস্তাটি আটকে দেয়।
পরে ইউনুস পৌরসভা ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলে পৌর মেয়র এম মোস্তফা স্থানীয় কাউন্সিলরকে দায়িত্ব দেন। কাউন্সিলর এবং তারই বড়ভাই ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুন্সি মীর হোসেন, তিন নং ওয়ার্ড কাউন্সিলর শাহেনা আক্তার, পৌর শালিসি বোর্ডের সভাপতি আব্দুল মোমিন চৌধুরী এবং ছাগলনাইয়া প্রেসক্লাব সমন্বয় কমিটির সদস্য মোঃ শেখ কামাল, এবিএম নিজাম উদ্দীন, ব্যবসায়ি মিন্টু, কাউন্সিলর রিন্টুর বড়ভাই ব্যবসায়ী মারুফ ভূইয়া, সাংবাদিক মোহাম্মদ আলী, মীর শপিং কমপ্লেক্সের মালিক আবদুল বাকীসহ সকলে বসে রাস্তার পুরোনো কাগজপত্র দেখে চলাচলের সুবিধার্থে রাস্তাটি খুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজের সকল স্তরের জনগণ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.