|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারহাটে দরপত্র ছাড়াই আবাসন প্রকল্পের মালামাল বিক্রির অভিযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ সেপ্টেম্বর, ২০২২
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমোর আবাসন প্রকল্পের পরিত্যক্ত আসবাবপত্র ও কাঠামো নির্মাণের পরিত্যক্ত মালামাল নিয়ম-নীতি ছাড়াই বিক্রি করার অভিযোগ উঠেছে।
অভিযোগ ও বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, পরিত্যক্ত সরঞ্জামাদি যেমন লোহার রড,টিন,এঙ্গেল ও ইট যার আনুমানিক মুল্য ৩০ লক্ষ টাকা। সরকারী নীতিমালা উপেক্ষা করে তার স্বীয় স্বার্থ হাসিল করতে তার নিকটাত্মীয় স্থানীয় চাতাল ব্যবসায়ী ইউসুফ আলীকে গত ৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের নিজস্ব লোকবল দিয়ে নিলাম কমিটি তৈরি করে ৮,৩৫০০০/আট লক্ষ পয়ত্রিশ হাজার টাকা নামে মাত্র মুল্যে বিক্রি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয় যুবক মশিউর রহমান বিপ্লব ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান ছাদেকুল হক নুরুর এহেন দুর্নীতি প্রতিবাদ করে বলেন, জয়কুমোর আবাসন প্রকল্পের মালামাল নিলামে ক্রয় করার জন্য একাধিক বার ছিনাই ইউনিয়ন পরিষদে যোগাযোগ করা হলেও কোন তথ্য তারা প্রকাশ করেনি। এমন কি নিলামের পূর্বে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও তা করা হয়নি। গোপনে নিজের পছন্দের লোককে নামেমাত্র মুল্যে আবাসন প্রকল্পের মালামাল বিক্রি করার খবর প্রকাশিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগকারী মশিউর রহমান বিপ্লব আরও বলেন, যে সকল মালামাল নিলামে ৮লক্ষ ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে আমি সেই মালামাল ১৫ লক্ষ দিয়েও নিতে রাজি আছি।
এবিষয়ে ছিনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাদেকুল হক নুরু বলেন, সরকার আমাকে এস্টিমেট তৈরি করে দিয়েছে। আমি সরকারী বিধি মোতাবেক নিলাম কমিটি করেছি, নির্দিষ্ট সময়ে নিলাম হয়েছে, প্রচার-প্রচারণা হয়েছে। যদি কেউ মনে করে সঠিক হয়নি তবে সেটা সরকার বুঝবে,আমার কোন আপত্তি নেই। প্রতিপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ইউএনও স্যার, তদন্ত কমিটিও করে দিয়েছে বিষয়টি তারা দেখবেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম বলেন, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি,তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.