|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুররে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ সেপ্টেম্বর, ২০২২
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায়/উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেনের নেতৃত্বে জেলার সদর উপজেলার কালীবাড়ি মোড় এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। তদারকিকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনজনিত কারণে ০৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে।
এল জি বাটারফ্লাই শো রুমে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামের প্রাইস ট্যাগ বা অতিরিক্ত দাম লেখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ২০,০০০/- জরিমানা করা হয়েছে।
বনফুল কেক এন্ড ফাস্ট ফুড এ উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন বেকারী আইটেমস বিক্রির দায়ে ৫,০০০/- জরিমানা করা হয়েছে।
কালী বাড়ি মোড়ের হাজীর বিরিয়ানি হাউজের রান্নাঘর তদারকিকালে দেখা যায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়া কাজ চলছে। এমনকি টয়লেটের ভিতরে কমেডের আশেপাশে খাবার রাখা হয়েছে। উক্ত বিষয় আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- জরিমানা করা হয়েছে।
সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ৫৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সদর মডেল থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন।
এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়েছে।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.